মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ ফুলছড়ি বাইংকা গ্রামে ভূমিদস্যুরা অসহায় তিন ব্যক্তির জমি দখলে নিয়ে দো তালা কাঠের তৈরি মাদকের আস্তানা বানিয়েছেন।
অভিযোগ পত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাইংকা গ্রামের আমিনুর রহমান অরুণ ও হামিদুর রহমান বিপ্লবের পৈত্রিক জমি ভূমিদস্যু ছাদেকুর ইসলাম রতন ও সাজেদুর রহমান রিপন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে, সন্ত্রাসী দলবল নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জায়গা দখল করে সেখানে কাঠের দোতলা ঘর বানিয়ে মাদকের আস্তানা বানিয়েছেন। বর্তমানে ওই স্থানে বিভিন্ন বয়সী ছেলেদের নিকট প্রকাশ্যে মাদক ক্রয় বিক্রয় ও সেবন করা হয় বলে অভিযোগ উঠেছে। এর কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে।