রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
ফুলছড়ি প্রতিনিধি : ফুলছড়ি উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলমগীর হোসেনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার নির্দেশে ফুলছড়ি থানা পুলিশের একটি চৌকশ টিম গত বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন ফুলছড়ি উপজেলার পুর্ব মদনের পাড়া গ্রামের মৃত খিজির উদ্দীনের ছেলে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আলমগীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।