বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে আহত রুহুল আমিন (৪৩) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই ভাই। এদিকে ওই মারামারির ঘটনায় হওয়া মামলায় প্রতিপক্ষের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার নিহতের পরিবার সূত্রে সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত মঙ্গলবার রাতেই রংপুর সিএমএইচে ওই সেনাসদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই সেনাসদস্য বর্তমানে এলপিআরএ রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ফুলছড়ি উপজেলার কাতলামারি এলাকায় ওই মারামারির ঘটনা ঘটে। নিহত সেনাসদস্য রুহুল আমিন এবং আহত জাকির (৪৬) ও রতন (৪০) কাতলামারি এলাকার মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মুক্তিযোদ্ধা আনসার আলীর পরিবারের সঙ্গে অনেকদিন থেকেই ওই এলাকার মধু ব্যাপারির জমি সংক্রান্ত বিরোধ চলছিল। যা নিয়ে এখনও আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে গত মঙ্গলাবার সকালের দিকে মধু বেপারির ছেলেরা জমিতে সেচ দেওয়ার জন্য পুকুরে ডিজেল চালিত শ্যালো মেশিন বসান। এতে মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে জাকির হোসেন, সেনা সদস্য রুহুল আমিন ও রতন মিয়া বাধা দিলে প্রথমে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মধু বেপারির পক্ষের প্রায় ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র দিয়ে আনসার আলীর তিন ছেলেকে পিটিয়ে গুরুত আহত করেন।
পরে আহতদের তাদের স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়। পরে সেখান থেকে সেনাসদস্য রুহুল আমিনকে নেওয়া হয় রংপুর সিএমএইচে। সেখানে গতকাল রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।