শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

ফুলছড়িতে একই স্থানে দুইপক্ষের মুখোমুখি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ফুলছড়িতে একই স্থানে দুইপক্ষের মুখোমুখি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষকে নিয়ে পক্ষে-বিপক্ষে একই সময়ে মুখোমুখি দু’পক্ষের মানববন্ধন, অবস্থান ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে দু’পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গাইবান্ধা-কালিবাজার সড়কের মদনেরপাড়া বাজার এলাকার দক্ষিণ পার্শ্বের গতকাল সকাল ১১টায় কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকনের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত ও অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি শুরু করে কঞ্চিপাড়া ইউনিয়ন সার্বিক উন্নয়ন কমিটি। এসময় বক্তব্য রাখেন ওই কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বাবু। একই সময়ে গাইবান্ধা-বালাসী সড়কে মদনেরপাড়া বাজার এলাকার উত্তর পার্শ্বে মাত্র কয়েক গজ দূরে কঞ্চিপাড়া ইউনিয়ন সচেতন নাগরিক কমিটির ব্যানারে অধ্যক্ষের পক্ষে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করে। এতে বক্তব্য রাখেন কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন। একই সময় ও স্থানে উভয়পক্ষের কর্মসূচি শুরু হওয়ায় দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াসহ বিপুল সংখ্যক পুলিশ। এসময় তারা উভয় পক্ষকে নিবৃত করেন। উত্তেজনাকর পরিস্থিতিতে উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। তিনি কলেজের উন্নয়নের স্বার্থে উভয় পক্ষকে ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং এব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর দুুপুর সোয়া ১২টার দিকে ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ব্যানারে একদল নেতাকর্মী আবারও মিছিল নিয়ে মদনেরপাড়া এলাকায় প্রবেশ করে এবং সেখানে কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত ও তার অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে গাইবান্ধা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আশিফুজ্জামান শশী সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com