শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলার বাংলাদেশ ইসলামী সেন্টারসহ সর্বস্তরের সাধারণ জনতার উদ্যোগে গতকাল বাদ জুম্মা গাইবান্ধা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল চলাকালে তারা ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেয়। অবিলম্বে গাজায় হামলা জরুরীভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানানো হয়।
অপরদিকে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে গতকাল জুম্মা নামাজ শেষে স্টেশন বাদিয়াখালীতে গণহত্যা বন্ধ করো ফিলিস্তিন মুক্ত করো, এই স্লোগানে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধের প্রতিবাদে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাজী আব্দুল খালেক মানবাধিকার সংরক্ষণ পরিষদ, গাইবান্ধার আয়োজনে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, শামিউল ইসলাম, জাহাঙ্গীর কবির তনু, খতিব হোসাইন আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, রহিমা খাতুন, আসাদুল ইসলাম, খতিব আবুল কালাম আজাদ, খতিব মোজাম্মেল হক সিদ্দিকি প্রমুখ।