মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রি-পেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ প্রি-পেইড মিটার সংযোগের যে সিদ্ধান্ত তা বাতিলসহ বিভিন্ন দাবিতে গতকাল সোমবার বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি শহিদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, জেলা সদস্য ঋষি কেশ, আব্দুল হালিম, দেবল কুমার, আবুল কালাম আজাদ, মাহবুব রহমান, সাইফুল ইসলাম, নুরে আলম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম, এশাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রি-প্রেইড মিটার গ্রাহকদের আরও হয়রানী বাড়াবে এবং ডিমান্ড চার্জ বৃদ্ধি পাবে, দুর্নীতিগ্রস্ত মিটার লাগাতে না দেয়া, ২০১৪, ২০১৫, ২০১৬ সালে যে সমস্ত সেচ পাম্পের মিটারে অতিরিক্ত বিল এখনও সংশোধন হয়নি তা সংশোধন করে তাদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রতাহার করার দাবি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com