মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: প্রি-প্রেইড মিটারে সংযোগ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের জেলা সভাপতি আনাউর রহমান আনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাদেকুল ইসলাম মুরাদ, দেবল কুমার সরকার, মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, আবুল কালাম আজাদ, লুৎফর আবু তারেক, সাইফুল ইসলাম, আজাদ হোসেন, ঋষি প্রমূখ।