শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে -ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে -ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নদী ভাঙন কবলিত এলাকার মানুষের ভাগ্যন্নোয়নে যে অগ্রণী ভুমিকা রেখেছে অতীতে কোন সরকারের আমলে তা হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীভাঙন রোধকল্পে অগ্রাধিকার দেয়ায় জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটেছে । প্রকল্পটি বাস্তবায়নে কোন অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিরোধীরা ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি গতকাল সাঘাটা উপজেলার নলছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা সংসদ ভবন থেকে যমুনা নদীর ডানতীরের ভাঙ্গন হতে উপজেলার হলদিয়া এলাকা রক্ষা প্রকল্প কাজের উদ্বোধনকালে ভার্চুয়ালীতে যুক্ত হয়ে এক সমাবেশে এ কথা বলেন। এ সময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সহ জেলা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, দেশের সাধারণ মানুষের জীবন জীবিকার অনেক উন্নতি হয়েছে। এছাড়া দেশের উন্নয়ন ও অবকাঠামোরও ব্যাপক পরিবর্তন ঘটেছে। তবে এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে যার ফলে দেশ এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য সাঘাটা উপজেলার যমুনা নদীর ডান তীরের ৬ কিলোমিটার এলাকা জিওব্যাগ এবং আরসিসি বক্ল দ্বারা নদীভাঙ্গন হতে উপজেলার হলদিয়া রক্ষা প্রকল্প কাজ বাস্তবায়নের জন্য ৭৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com