শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার মোসলেম উদ্দিন (৬২) নামের এক হাফেজের মৃত্যু হয়। তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় হাইস্কুলের মৌলভি শিক্ষক মকবুল হোসেন (৫৫)। এসময় বুকের ব্যথা অনুভবে অসুস্থ হয়ে মারা যান ওই শিক্ষক। এদিকে মকবুল হোসেনের মৃত্যুর খবর শুনে হৃদক্রিয়া বন্ধ হয়ে চাচা সমেশ উদ্দিন ফকিরও (৭০) তাৎক্ষণিক মারা যান।
গত বৃহস্পতিবার এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার ফরিদপুর ইউনিয়নে। স্থানীয়রা জানায়, ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের সমুজ মণ্ডলের ছেলে হাফেজ মোসলেম উদ্দিন মণ্ডল অসুস্থজনিত কারণে মারা যায়। গত বৃহস্পতিবার সকালে তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন মোলংবাজার উচ্চ বিদ্যালয়ের মৌলভি শিক্ষক ও চক গোবিন্দপুর গ্রামের মানিক উল্লার ছেলে মকবুল হোসেন। সেখানে নামাজ পড়ার সময় বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হন। তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মবকুল হোসেনের আকস্মিক মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরজ উদ্দিন মণ্ডলের ছেলে ও মকবুল হোসেনের চাচা সমেশ উদ্দিন ফকির। একই দিনে তিনজনের মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া।
এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর সরকার। তিনি বলেন, চাচা সমেশ উদ্দিন ফকির ও ভাতিজা মকবুল হোসেনের জানাজা নামাজ আজ বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, ওইসব মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছেন। একই দিনে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যুর ব্যাপারটি খুবই বেদনাদায়ক।