সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্ত করার দাবিতে গাইবান্ধায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দিয়েছে।
গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২ টায় জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটে সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে বিদ্যালয়ের শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক হাউলাদার, বীর মুক্তিযুদ্ধো ময়নুল হক রাজা সহ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা।