শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

প্রতিবন্ধী তমছের আলীকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান

প্রতিবন্ধী তমছের আলীকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলাধীন ছাপড়হাটি ইউনিয়নের খান পাড়া গ্রামের ৬০ বছর বয়স্ক শারীরিক প্রতিবন্ধী দরিদ্র তমছের আলী। জন্মগত প্রতিবন্ধী হওয়ায় তমছের আলীকে হাঁটুতে ভর করে চলতে হয়। পরিবারের অন্য কেউ না থাকায় বোনের সংসারে মানবেতর জীবন যাপন করছেন তিনি। আর্থিক অসচ্ছলতা থাকায় বোনের পক্ষেও সম্ভব হয়নি ভাইকে হুইল চেয়ার কিনে দেয়া। এমন হৃদয়বিদারক সংবাদ দৈনিক ঘাঘটে প্রকাশের পর গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের নজরে আসে। গতকাল বুধবার তমছের আলীকে নিজ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে এনে একটি হুইল চেয়ার, লুঙ্গী সহ আর্থিক সহায়তা প্রদান করেন। বর্তমান লকডাউনে এমন সহায়তা পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আবেগ আপ্লত হন তমছের আলী। এভাবেই সবসময় অসহায়ের পাশে দাঁড়িয়ে মানবতার দীপশিখা জ্বালিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (সহকারি কমিশনার) এস এম ফয়েজ উদ্দিন, সহকারি কমিশনার কমিশনার মোঃ শাহীন দেলোওয়ার, বিটিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন সহ অন্যান্য কর্মকর্তাগণ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com