সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

পৌর শহরের রাস্তাগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত

পৌর শহরের রাস্তাগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় পৌর শহরের রাস্তাগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে ব্যবসায়ী, স্থানীয় পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এইসব ময়লার দুর্গন্ধে। পৌর কর্তৃপক্ষ বলছেন, গুয়ের ভিটা নামক স্থানে পৌর চেয়ারম্যান থাকাকালীন এসব ময়লা আবর্জনা ফেলানো হত কিন্তু সেখানের স্থানীয়রা ময়লা ফেলা বন্ধ করে দিলে এই সমস্যা সৃষ্টি হয়। তবে দ্রুত সমাধানের আশ্বাস দেন বর্তমানে দায়িত্বে থাকা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা উপ-পরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম।
স্থানীয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ দিন থেকে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা শহরের রাস্তাগুলো থেকে না সরানোর কারণে ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। তবে গুয়ের ভিটা নামক স্থানে ময়লা ফেলানোর বন্ধের কারণ জানতে গেলে সেখানের স্থানীয়রা অভিযোগ করে বলেন
যত্রতত্র ময়লা ফেলানো কারণে ছোট থেকে বড় সকলের বিভিন্ন অসুখ বিসুখ শুরু হয়েছিল। এছাড়া ময়লার দুর্গন্ধ বাড়িতে বসবাস করা যাচ্ছিল না এজন্যই এলাকাবাসীসহ সকলেই ঐক্যবদ্ধ হয়ে এখানে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে।
এতে করে ব্যবসায়ী, স্থানীয়, ছাত্র-ছাত্রী পথচারীরা ভোগান দিতে বলেছে। কেউ ধরে যাচ্ছে না আবার কেউ শরীর ঝাকি মেরে পার হচ্ছে সড়ক। শহরের ডায়াবেটিস সমিতি সামনের সড়ক, খা-পাড়া,ভিএইড রোডের সড়কসহ বিভিন্ন সড়কে এরকম ময়লার ভাগার লক্ষ্য করা যাচ্ছে প্রায় ৭ থেকে ৮ দিন পর্যন্ত।এমনকি পৌর ময়লার গাড়ি রাখার গ্যারেজেও দুর্গন্ধে থাকতে পারছেন না সেখানের কর্মচারিরাও।
অন্যদিকে সচেতন মহল বলছেন, স্থায়ী পরিকল্পনা ও কর্মকর্তাদের গাফিলতির কারণে আজ এরকম ময়লার ভাগারের সৃষ্টি। তবে শহরের বাসিন্দাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক।
ব্যবসায়ী,পথচারী, স্থানীয় এ বিষয়ে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা উপ-পরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম মুঠো ফোনে বলেন, আপাদত প্রত্যেকটি ওয়ার্ডের কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে স্ব স্ব স্থানে ময়লা ফেলানোর জন্য এবং পৌরসভার এসব ময়লা ফেলানোর ক্ষেত্র তিনটি স্থান খুঁজছেন এবং সমস্যা সমাধানের জন্য বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
প্রায় ১০-১৫ দিন ময়লা ফেলানো হয়নি তাই এই সমস্যা সৃষ্টি হয়েছে। সমাধান চান গাইবান্ধাবাসী।

 

 

 

 

 

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com