শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

পোগাইল বিল পূনঃখনন কাজ সমাপ্ত

পোগাইল বিল পূনঃখনন কাজ সমাপ্ত

পলাশবাড়ী প্রতিনিধিঃ রংপুর বিভাগের মৎস্য উন্নয়ন (২য় সংশোধীত) প্রকল্পের আওতায় গাইবান্ধা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সাদুল্লাপুর উপজেলার জলাশয় পূনঃখনন কার্যক্রমের অংশ হিসেবে পোগাইল বিল পূনঃখননের জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে ২২.৪০ লক্ষ টাকা বরাদ্দ হয়। উক্ত বিলে দীর্ঘদিন থেকেই মাছ চাষে অনুপযোগী ছিল এবং সরকারী খাস জমি গুলো এলাকার প্রভাবশালীদের দখলে ছিল। প্রতি বছর নাম মাত্র টাকায় ইজারা দেয়া হত। বর্তমানে বিলটি পূনঃখনন কাজ সম্পূর্ণ হওয়ায় একদিকে সরকারী খাস জমি অবৈধ দখলদারের হাত থেকে সরকারের দখলে চলে এসেছে। অপরদিকে খননকৃত বিলটিতে মাছ চাষের মাধ্যমে এলাকার বেকার ও হতদরিদ্র ৩০টি পরিবারের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সুফলভোগী সদস্যরা জানায়, পূনঃখনন কাজ সঠিকভাবে সম্পূর্ণ হওয়ায় খননকৃত বিলটিতে সারা বৎসরই পানি থাকবে। তাতে অধীক মাছ উৎপাদন করে ভালো দামে বাজারে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বি হতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সরকারের রাজস্ব তুলনামূলকভাবে কয়েক গুণ বৃদ্ধি পাবে। বিলের চারপাশের পাড়ে নানা ধরনের সবজি চাষ করে নিজেরা খেতে পারব ও বিক্রি করে কিছু অর্থও উপার্জন করতে পারবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। উল্লেখ্য, উক্ত বিলের পাশের্^ আরও সরকারী খাস জায়গা অব্যবহৃত রয়েছে। উক্ত জায়গা গুলি যদি খনন করা যায় তাতে সরকারী রাজস্ব বৃদ্ধি পাবে ও এলাকার কিছু মৎস্যজীবী পরিবারের কর্মসংস্থানের সৃষ্টি হবে ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com