বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

পিলখানায় হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

পিলখানায় হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ পিলখানায় ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকা-ের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবিতে গতকাল রোববার গাইবান্ধা ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এর আগে পিলখানা হত্যাকান্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মানববন্ধন কমসূচি চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বাকসিস জেলা কমিটির নেয়ামুল হাসান পামেল, অ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক, আফছার আলী, ওসমান গণি, মোঃ জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, মাহফুজ আলম প্রমুখ।
মানববন্ধন শেষে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা ৩ দফা দাবি সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com