মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল গাইবান্ধা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যাগে ২৪-২৫ অর্থ বছরে পাট ও পাট পন্যের উৎপাদন অভান্তরীন ব্যবহার বৃদ্ধি পন্যের পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন করার জোরদার করন শীর্ষক উদ্বুকরন সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মেদ । এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ ।
অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি বিভাগের উপ পরিচালক কৃষিবীদ মোঃ খোরশেদ আলম, জেলা পাট অধিদপ্তরের মোঃ মকবুল হোসেন, চেম্বার অব কর্মাসের সভাপতি মোকছেদুর রহমান শাহান প্রমুখ।