শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ব্যাপক অনিয়মের অভিযোগ

পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ব্যাপক অনিয়মের অভিযোগ

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষকরা অনিয়মিতভাবে মাদ্রাসায় আসে এবং সময়ের আগেই চলে যায় মর্মে এলাকাবাসী জানায়। সরেজমিনে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব অবহেলার কারণে ওই বিদ্যালয়ের শিক্ষকগণ ১১টা হতে ১২টার মধ্যে মাদ্রাসায় আসেন এবং দুপুর ১টার সময় মাদ্রাসা ছুটি দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ২২ মে দুপুর ১২.৩০ মিনিটে মাদ্রাসায় উপস্থিত হলে মাদ্রাসার অধ্যক্ষসহ কয়েকজন স্টাফকে মাদ্রাসা মাঠে বসে থাকতে দেখা যায়। তবে এর আগে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের বই খাতা নিয়ে বাড়ীতে যেতে দেখা যায়। তাদের জিজ্ঞাসা করলে তারা জানান, মাদ্রাসাটি ছুটি দেওয়া হয়েছে। এব্যাপারে অত্র মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম জানানা, মাদ্রাসায় মোট ৩০ জন স্টাফ রয়েছে। কতজন শিক্ষার্থী রয়েছে তা তিনি সঠিকভাবে বলতে পারেননি। তিনি আরও জানান, ১০টা থেকে ৪টা পর্যন্ত মাদ্রাসা খোলা রাখার নির্দেশনা রয়েছে। তবে সময়ের আগেই ছুটি দেওয়ার হয়েছে তা তিনি অস্বীকার করেন। কিন্তু প্রতিটি শ্রেণিকক্ষের দরজায় তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। সে সময় ৮ জন শিক্ষক-কর্মচারীকে মাদ্রাসার মাঠে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেনকে জানালে তিনি বলেন, অনিয়মের সত্যতা থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com