মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বর্ষসেরা প্রতিবেদকে সম্মাননা পেলেন জাকির সুন্দরগঞ্জে চিকিৎসা সহায়তার চেক বিতরণ গাইবান্ধায় ১০০ কোটি টাকার শুকনো মরিচ বিক্রির সম্ভাবনা গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত গাইান্ধায় টুল-পিঁড়িতে বসে চুল-দাড়ি কাটা হারিয়ে যেতে বসেছে সাদুল্লাপুরের আঞ্চলিক মহাসড়ক চার কিলোমিটারে ২২ বাঁক, সড়ক যেন মরণফাঁদ গাইবান্ধায় ৩ হাজার ৩০৭ হেক্টর জমিতে গমের আবাদ আউয়াল হত্যাকান্ড ৩ দিনে পার হলেও আসামি গ্রেপ্তার হয়নি গাইবান্ধায় পুরুষের পাশাপাশি কৃষিতে জমিতে কাজ করছে নারী শ্রমিকরা

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটঃ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লাখ লাখ জনগণ

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটঃ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লাখ লাখ জনগণ

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বা ডাক্তার সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লাখ লাখ জনগণ। এমনকি গ্রামের ৩৩টি কমিউনিটি ক্লিনিক ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্রেও জনবল সংকটে ভুগছে। এসব ক্লিনিকগুলো তদারকির দায়িত্বে আছে একজন মাত্র ইনচার্জ ফিরোজ কবির।
তিনি জানান- তার একার পক্ষে এতগুলো ক্লিনিক হাসপাতাল তদারকি করা সম্ভব নয়। আর এ কারণে উপজেলার ৩৩ টি ক্লিনিকের সিএইচসিপিরা কখন আসছেন, আর কখন বন্ধ করছেন, তা কেউ বলতে পারে না।
উপজেলার বেশ কয়েকটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, গত বুধবার ৩ ভাগ ক্লিনিক বন্ধ, অন্যদিনগুলোতে কোন ক্লিনিক ১১টায় খুলছে, কোনটি দুপুর ১২টায় বন্ধ করে সিএইচসিপি বাড়ীতে চলে যায়।
ক্লিনিক থেকে সিএইচসিপিকে মোবাইলে জানতে চাইলে কেহ জানান- পারিবারিক সমস্যার কারণে বাড়ীতে এসেছি। আবার কেহ জানান, এই মাত্র আসলাম। আবার কেহ জানান বাচ্চা অসুস্থ রংপুর নিয়ে যাচ্ছি। নানান ছল ছুঁতো আর তালবাহানায় চলছে ইউনিয়ন পর্যায়ের ক্লিনিকগুলোর সিএইচসিপিদের। এতে করে গ্রামগঞ্জের বিপুল সংখ্যক মানুষ কমিউনিটি ক্লিনিকের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে একজন করে এমবিবিএস ডাক্তার থাকার কথা থাকলেও ডাক্তার সংকটের কারণে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান জানান।
হাসপাতাল ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই, ঔষধ নেই, বাহির থেকে ঔষধ কিনতে হয় এমন অভিযোগের পাহাড় রোগী ও রোগীদের স্বজনদের।
উপজেলার ক্লিনিক ও হাসপাতাল খুঁড়িড়ে খুঁড়িয়ে চললেও এদিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com