মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশন নাবিউল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন আর্দশ কলেজের প্রভাষক হামিদুল হক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রানা। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ ।