শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে বিপ্লব মেয়র নির্বাচিত

পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে বিপ্লব মেয়র নির্বাচিত

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে নানা জল্পনা-কল্পনা সংশয় আর সন্দেহের অবসান ঘটিয়ে বেসরকারী ভাবে প্রথমবারের মত পলাশবাড়ী পৌর মেয়র নির্বাচিত হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। তিনি ৪ হাজার ৩৯৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।
শতভাগ ইভিএম-এর মাধ্যমে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কোনরুপ অঘটন ছাড়াই নিরবিচ্ছিন্ন ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দলীয় মনোনীত এবং স্বতন্ত্রসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৩টি ওয়ার্ডে ২২ জন এবং সাধারণ কাউন্সিলরের ৯ ওয়ার্ডে ৮৪ জন প্রার্থীসহ মোট ১১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভা নির্বাচনে ১৬ কেন্দ্রের ফলাফলে আ’লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব নারকেল গাছ প্রতীকে ১০ হাজার ২৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে আবু বকর প্রধান পেয়েছেন ৫ হাজার ৮৬৭ ভোট।
এছাড়াও পলাশবাড়ী পৌরসভার নির্বাচনে যারা কাউন্সিল পদে নির্বাচিত হলেন- ১নং ওয়ার্ডে মাহমুদুল হাসান, ২নং ওয়ার্ডে মঞ্জু তালুকদার, ৩নং ওয়ার্ডে আব্দুস সোবহান, ৪নং ওয়ার্ডে মাসুদ করিম, ৫নং ওয়ার্ডে মতিয়ার রহমান, ৬নং ওয়ার্ডে লিটন মিয়া, ৭নং ওয়ার্ডে রবিউল ইসলাম ৮নং ওয়ার্ডে শেখ ফরিদ, ৯নং ওয়ার্ডে আজাদুল মন্ডল বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে জান্নাত আরা শিরিন, ৪,৫,৬ নং ওয়ার্ডে সাজেদা বেগম এবং ৭,৮,৯ ওয়ার্ডে শাহিনুর বেগম নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী গতকাল এ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনের দিন নির্ধারণ করা হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬’শ ২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৩’শ ৩৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ২’শ ৬৮ জন। নির্বাচন চলাকালীন ছোট-খাট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।
নব-নির্বাচিত মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নিয়োজিত সদস্য ছাড়াও ২৪ গ্রামের সর্বস্তরের সম্মানিত সকল ভোটারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

 

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com