মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন সুন্দরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন সাঘাটায় অবৈধ বালু উত্তোলন : প্রশাসনের অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে (অব.) সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের মতবিনিময় ফুলছড়িতে কিন্ডারগার্টেনে সহপাঠীদের হাতে শিক্ষার্থী নিগ্রহের অভিযোগ ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস

পলাশবাড়ীর উদয়সাগর থেকে বিদেশি পিস্তল ৮ রাউন্ড গুলি-চাইনিজ কুড়াল ও মদ উদ্ধারসহ গ্রেফতার ১

পলাশবাড়ীর উদয়সাগর থেকে বিদেশি পিস্তল ৮ রাউন্ড গুলি-চাইনিজ কুড়াল ও মদ উদ্ধারসহ গ্রেফতার ১

পলাশবাড়ী প্রতিনিধিঃ যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রাম থেকে বিদেশি পিস্তল-গুলি, ম্যাগজিন, চাইনিজ কুড়াল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধারসহ জুয়েল রানা (২০) নামীয় এক যুবককে গ্রেফতার করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার গভীর রাতে পার্বতীপুর মধ্যপাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর এসএম আশিকুজ্জামান-এর নেতৃত্বে সেনা সদস্যের একটি টিম পলাশবাড়ী থানায় আসেন।
এসময় পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য সমন্বয়ে যৌথবাহিনীর একটি টিম গভীর রাতে প্রথমত: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা এলাকার মাছুয়াপাড়ায় অভিযান পরিচালনা করেন। দ্বিতীয় দফায় ভোর রাতে মাছুয়াপাড়ার মোঃ পান্না মিয়ার ছেলে আটককৃত জুয়েল রানাকে তার বসতবাড়ির শয়নঘর থেকে হাতেনাতে আটক করে যৌথবাহিনী।
তাৎক্ষণিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল রানা তার নিকট অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বোন জামাই পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের রাজু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাজু মিয়ার বসতবাড়ি থেকে ১টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন, ১টি চাইনিজ কুড়াল ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে জুয়েল রানাকে পলাশবাড়ী থানায় নিয়ে আবারো জিজ্ঞাসাবাদ করা হয়।
গতকাল বিকেল ৪টার দিকে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোর নিকট মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি অস্ত্র-গুলি, ম্যাগজিন, চাইনিজ কুড়াল ও মদ উদ্ধার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার বিকেলের মধ্যেই তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com