বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহাফুজ মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ মিয়া ডাকেরপাড়া গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে।
স্বজনরা জানান, আজ সকালের দিকে মাহফুজ মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে বেতকাপা ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন মিয়া বলেন, মাহফুজ মিয়া নামের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা উচিত।