মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধি ঃ পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। এ সময় তিনি পলাশবাড়ী থানা পরিদর্শন করেন।
গত মঙ্গলবার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা পলাশবাড়ী থানায় পৌঁছলে থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ঊষ্ণ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে আনুষ্ঠানিক গার্ড-অব-অনার এর মাধ্যমে সম্মান প্রদান করেন। পরিদর্শনকালে তিনি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর,থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি-পত্র পর্যালোচনা ও পর্যবেক্ষণ করেন। থানা অফিসার ইনচার্জ ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছাড়াও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের নানা দিক-নির্দেশনামূলক পরামর্শ এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানায় কর্মরত সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তিনি সততা-নিষ্ঠা,দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী, থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রামানিক ছাড়াও অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।