বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী সূতি মাহমুদ (এস.এম) মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল অত্র বিদ্যালয় মাঠের মুক্তমঞ্চে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বারী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোছাঃ রোকসানা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) সুশীল চন্দ্র সরকার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিউল আলম। নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী আদৃতা সরকার ও শেখ জিসান। মানপত্র পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ সায়মা জান্নাত মালিহা। এসময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।