শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নে ৪১১টি ইউপি রাস্তার গাছ কর্তন॥ রাজস্ব থেকে বঞ্চিত সরকার

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নে ৪১১টি ইউপি রাস্তার গাছ কর্তন॥ রাজস্ব থেকে বঞ্চিত সরকার

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ৩টি রাস্তার ৪১১টি গাছ অবৈধভাবে কর্তন করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী পাকা রাস্তার ইবিএল ইটভাটা পর্যন্ত ৩০টি ইউক্লিাপটার্স গাছ নাম মাত্র মূল্যে কর্তন করছেন একই ইউনিয়নের দূর্গাপুর সর্দারপাড়া গ্রামের গাছ ব্যবসায়ী সিদ্দিক মিয়া। অপরদিকে ঢোলভাঙ্গা-আমলাগাছী রাস্তার কুটিরঘাট থেকে আমলাগাছী পর্যন্ত রাস্তার ১৯৪টি ইউক্লিপটার্স গাছ কর্তন করে আমলাগাছী গ্রামের গাছ ব্যবসায়ী ও ঢোলভাঙ্গা বেকার কর্মসংস্থান সংগঠনের সভাপতি রাজু মিয়া ও আব্দুস সালাম। এদিকে একই ইউনিয়নের বেলের তল হতে জালাগাড়ী নুরুল্লাহর বাড়ী পর্যন্ত ১৮৭ ইউক্লিপটার্স গাছ কর্তন করেন ঢোলভাঙ্গার গাছ ব্যবসায়ী আব্দুর রশিদ। গাছ কর্তনের বিষয়ে উক্ত ব্যবসায়ীগণের নিকট জানতে চাইলে তারা বৈধ কাগজপত্রাদি দেখাতে অপারগতা প্রকাশ করে এবং চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন। এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন জানান, গাছ কর্তনের বিষয়ে জানিনা। অবৈধ উপায়ে রাস্তার গাছ কর্তনকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। আমি ইউনিয়ন তহশিলদারকে পাঠিয়ে দিচ্ছি এসব গাছ কর্তনের বিষয়েও মামলা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, উপজেলা জুড়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইউপি রাস্তার গাছ অবৈধভাবে কর্তন করে আসছে গাছ খেকোরা। এতে করে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এব্যাপারে সচেতন মহল সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com