শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীর উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল অবস্থা

পলাশবাড়ীর উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল অবস্থা

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর উপস্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল অবস্থা। সংশ্লিষ্ট বিভাগের রহস্যজনক কর্মকান্ডে সাধারন মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার আমলাগাছী উপস্বাস্থ্য কেন্দ্রে গত ৬ অক্টোবর বেলা ১০:৪৫ মিনিটে কেন্দ্রটির মেইন গেটে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।
জানা যায়, ওই কেন্দ্রে ৩ জন স্টাফ রয়েছে। একজন মেডিকেল অফিসার, একজন উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট এবং এমএলএসএস পদ শূন্য। তার মধ্যে মেডিকেল অফিসার টিটন কুমার চলতি বছরের জানুয়ারী মাসে উক্ত উপস্বাস্থ্য কেন্দ্রে কাগজে কলমে যোগদান করেছেন। অদ্যাবধি কর্মস্থলে একদিনও আসেন নাই। যোগদানের পর থেকেই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার সাথে যোগাসাযোজে কর্মস্থল ফাকি দিয়ে উপজেলাতেই পারটাইম কাজ করে যাচ্ছেন। কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শামীম মিয়ার সাথে মুঠোফোনে স্বাস্থ্য কেন্দ্র বন্ধের ব্যাপারে জানতে চাইলে তিনি ছাউনিয়া গ্রামে ভিজিট করার কাজে গিয়েছেন ১টার সময় কেন্দ্রে আসবেন বলে জানান। ওই গ্রামে অনুসন্ধানে গিয়ে জানা যায়, তিনি ওই দিন উক্ত গ্রামে যান নাই। তবে বেলা ১টার সময় পুনরায় স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হলে সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শামীম মিয়াকে কর্মস্থলে পাওয়া যায়। তবে ছাউনিয়া গ্রামে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে সে সঠিক উত্তর দিতে পারেন না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আনিসুর রহমানের সহিত মুঠোফোনে কেন্দ্র বন্ধের ব্যাপারে কথা বললে তিনি প্রথমে বিষয়টি দেখতেছি। আবার পরে উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা শামীমের ব্যাপারে কথা বললে তিনি জানান, শামীম আজ উপজেলা হেডকোয়ার্টারেই কর্মকান্ডে আছে। অপরদিকে, গতকাল ৭ অক্টোবর উপজেলার তালুকজামিরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১:৫৫ মিনিটে গিয়ে কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। কর্মরত ফার্মাসিস্ট পাশের বাসা থেকে এসে বন্ধের ব্যাপারে জানতে চাইলে তিনি দম্ভের সহিত বলেন, আমি আপনাদের কোন তথ্য দিতে পারব না। আমার যখন ইচ্ছা তখন বন্ধ করবো। মন চাইলে ১১টার সময় বন্ধ করবো। তাতে আপনাদের কি? আমার কাজ অফিস দেখবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com