শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে ৩০ বৎসরের চলাচলের অবসান ঘটলো

পলাশবাড়ীতে ৩০ বৎসরের চলাচলের অবসান ঘটলো

পলাশবাড়ী প্রতিনিধিঃ দীর্ঘ ৩০ বৎসর পর দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেল নিমদাসের ভিটা গ্রামের ৩৫টি পরিবার। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন নিমদাসের ভিটা গ্রামের ৩৫টি পরিবার দীর্ঘ ৩০ বৎসর থেকে রাস্তা সংকটে বিদ্যালয়ের মাঠ দিয়ে তাদের ব্যবহৃত ভ্যান-রিক্সা অন্য জায়গায় রেখে পায়ে হেঁটে বাড়ীতে প্রবেশ করতে হয়েছে তাদের। মনোহরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর ওহাব প্রধান রিপন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে চলতি অতি দরিদ্র কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে পরিষদ ভবনের পুকুরের পার ঘেষে রাস্তা নির্মাণ করলেন। ফলে দীর্ঘদিন অতি কষ্টে বসবাসকারী পরিবার গুলো উক্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com