সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

পলাশবাড়ীতে ২৫০টি পবিরার করতোয়া নদী ভাঙ্গন আতঙ্কে রয়েছে

পলাশবাড়ীতে ২৫০টি পবিরার করতোয়া নদী ভাঙ্গন আতঙ্কে রয়েছে

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে করতোয়া নদীর ভাঙ্গনে ২৫০টি পরিবারের মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। ভাঙ্গন ঢেকাতে না পারলে নদী গর্ভে বিলীন হবে কিছু বসতবাড়ী ও ফসলি জমি।
সরেজমিনে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর ঘাট ও কিশোরগাড়ী মৌজায় করতোয়া নদীর ভাঙ্গনে প্রায় ২৫০টি পরিবার ভাঙ্গন আতঙ্কে রয়েছে। ৩ থেকে ৪ বছরের ব্যবধানে প্রায় ৭০ থেকে ৭৫ পরিবার ভিটামাটি হারিয়ে অন্যত্র চলে গেছে। বাবা ও দাদার বসতবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছে কিছু দরিদ্র পরিবার। বর্তমানে যে ভাবে ভাঙ্গন অব্যাহত রয়েছে ভাঙ্গন প্রতিরোধে কোন ব্যবস্থা কোন না করলে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে বেশকিছু পরিবার বসতবাড়ী হারাবেন বলে জানিয়েছেন। এছাড়াও কিছু তিন ফসলি জমি নদী গর্ভে বিলীন হবে বলে জানা যায়। তাই ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের সু-দৃষ্টি একান্ত জরুরী হয়ে পড়েছে।
এ ব্যাপারে গাইবান্ধা জেলা পানি উন্নয়ন অফিস জানায়, আমরা ইতিপূর্বে ওইস্থানে গিয়েছিলাম এবং ঘটনাস্থল পরির্দশন করেছি। তাতে ৯০০ মিটার জায়গা কাজ করতে হবে। সেই অনুযায়ী আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে বরাদ্দ চেয়েছি। আজও বরাদ্দ পায়নি বলে কাজ করতে পারিনি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com