রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি বাজার রোডের সর্বপরিচিত প্রবীণ ড্রাইভার সুখেন সাহা (৭১) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
পারিবারিক ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাতে সুখেন সাহা ড্রাইভার তাঁর নিজস্ব সিএনজিতে গ্যাস উত্তোলনের জন্য পলাশবাড়ীর অদূরে বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় মহাসড়ক সংলগ্ন একটি পাম্পে যাচ্ছিল। এসময় রাত সাড়ে ৯ টার দিকে জলঢাকা থেকে একইমুখী ঢাকা যাবার পথে পরান পরিবহনের একটি কোচ পিছন থেকে চলন্ত সিএনজিটিকে সজোরে চাপা দেয়। এতে মূহুর্তেই সিএনজিটি কোচের সম্মুখভাগে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক সুখেন ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হন।