বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ অন্তর্বতী কালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার শীতবস্ত্র বিতরণস্থলের মাঠ পরিদর্শন করলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
গতকাল তিনি পলাশবাড়ী পৌরশহরের এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার উপজেলা এলাকার শীতার্ত অসহায়-দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।