বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে চার ইট ভাটায় ৭ লাখ টাকা জরিমানা আদায়

পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে চার ইট ভাটায় ৭ লাখ টাকা জরিমানা আদায়

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে চার ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল হোসেন এ অভিযান পরিচালনা করেন। এর মধ্যে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রীজ সংলগ্ন নজেল হোসেনের এমএম ব্রিকস ও এমসিবি ব্রিকসকে দেড় লাখ করে ৩ লাখ টাকা এবং একই ইউনিয়নের আমলাগাছী গ্রামের আলহাজ্ব ছাদেক হোসেনের হাজী ব্রিকস ও এসওবি ব্রিকসকে দুই লাখ করে ৪ টাকা টাকা, সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে ইটভাটা গুলোতে আগুন নিভাতে পানি ছিটায় ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় পলাশবাড়ী থানা পুলিশ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের যৌথ টীম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন জানান, পরিবেশ ও জেলা প্রশাসকের ছাড়পত্র না থাকায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযান চলাকালে আশে-পাশে একাধিক ইটভাটা থাকলেও সেগুলোতে অভিযান না চালানোয় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনসাধারণ। তাদের প্রশ্ন সকল ইটভাটায় অভিযান না চালিয়ে বেছে বেছে মাঝে-মধ্যে দু’একটি ইটভাটায় কেন অভিযান পরিচালিত হচ্ছে? এলাকার সকল ইটভাটায় অভিযানের দাবী জানান তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com