বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী পৌরসভার ৭ ও ৯নং ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে শান্তি-ঐক্য ও সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার ছোট শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
তিনি বলেন, শহীদ জিয়া এবং আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার পরীক্ষিত নেতাকর্মীরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। সেইসাথে কোন অসৎ এবং হিংসাত্মক কাজ করবে না। বিএনপি জনগণের পাশে থেকে ভালোবাসার মধ্যদিয়ে মন জয় করবে। বহুমুখি উন্নয়ন-অগ্রগতি অর্জনে বিশেষ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি তথা ধানের শীষে সমর্থন কামনা করেন তিনি।
পৌর এলাকার ৭ ও ৯নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে পলাশবাড়ী পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি মিজানুর রহমান কাজলের সভাপতিত্বে সমাবেশ প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদল’র সদস্য সচিব রাজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয় ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল।