বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে বাস থেকে গাঁজাসহ একজন গ্রেফতার

পলাশবাড়ীতে বাস থেকে গাঁজাসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলাধীন মহাসড়কে একটি বিআরটিসি বাস থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মন কুমার দাস নয়ন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গত সোমবার গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মন কুমার দাস নয়ন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওয়াশী মাঝিটারি গ্রামের মনিরাম দাসের ছেলে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গত সোমবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাতীয় মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর নামকস্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বিআরটিসি বাস তল্লাশি করে ১৪ কেজি গাঁজা জব্দসহ নয়নকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com