বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাকিব মিয়া (২০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব মিয়া তার ভ্যানগাড়ি চালিয়ে ব্রয়লার মুরগি আনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন। ঠুটিয়াপুকুর এলাকায় পৌঁছালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তার ভ্যানে ধাক্কা দেয়। এতে রাকিব ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহত রাকিব মিয়া পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের রাইসমিল এলাকার বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা নিয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com