রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর প্রাণ গেল

পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর প্রাণ গেল

পলাশবাড়ী প্রতিনিধি: পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামে বালতীতে উপর হয়ে সালাম ফারসি নামের ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরজমিনে দেখাযায়, শিশুটির নানি বাড়ির উঠোনে ধান সিদ্ধ করার জন্য ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে। এ সময় উঠনে খেলা করার সময় সালাম ফারসি পানিভর্তি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পলাশবাড়ী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সালমান ফারসির বাবা-মা সম্পা মানিক দম্পতি গার্মেন্টস কর্মী হওয়ায় তিন নাতি নাতনিকে নিয়ে উপজেলার মহদিপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে শহিদুল মিয়া বসবাস করেন। তিন ভাই-বোনের মধ্যে সালমান ফারসি ছিল সবার ছোট। দুই বছরের বাচ্চার এমন আকর্ষিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com