মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রুশ সমাজতান্ত্রিক বিপ্লবে ১০৭তম বার্ষিকী উপলক্ষে গত শনিবার বাম গণতান্ত্রিক জোট পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য কমরেড নজরুল ইসলাম, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু। বাম গণতান্ত্রিক জোটের উপজেলা সমন্বয়ক আলিউল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানী, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, নিলুফার ইয়াসমিন শিল্পী, আব্দুল্লাহ আদিল নান্নু, ইয়াদুল ইসলাম সাজু মাস্টার প্রমুখ। শুরুতে জনসভার উদ্বোধন করেন প্রবীণ কমিউনিস্ট নেতা ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক।