বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক পলাশবাড়ী এলাকার বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ী ও কলকারখানাসহ বিভিন্ন স্থাপনায় বৈদ্যুতিক প্রিপেইড মিটার স্থাপনের তৎপরতা বন্ধের দাবীতে এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল থেকে দীর্ঘ সময়ব্যাপী পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেসকোর বিপুল সংখ্যক একতাবদ্ধ বিদ্যুৎ গ্রাহকসহ সর্বস্তরের জনতা এসময় উপস্থিত ছিলেন। রবিউল ইসলাম লিয়াকতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, মুকুল আহমেদ, রবিউল হোসেন পাতা, মাসুদার রহমান মাসুদ, সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান মিল্টন, ফেরদাউছ মিয়া, মিজানুর রহমান মিজু, আব্দুস সোবাহান, রেজোয়ান সরকার, মোমিন মন্ডল, মিল্লাত সরকার মিলন, শামীম রেজা, আরিয়ান সরকার আরিফ, আকাশ কবির পায়েল, মাজেদুল ইসলাম মাজেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোরালো দাবী জানান। দাবী মানা না হলে মিটার স্থাপন প্রতিহত করার ঘোষনা প্রদান করা হয়।