বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রি সিটি সাপ্লাই (নেসকো) পোস্ট পেইড মিটারের স্থলে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত নেয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রাহকগণ।
গ্রাহকগণের দাবি বিদ্যুতের প্রিপেইড মিটারে সীমাহীন বিড়ম্বনার কথা প্রায়ই শোনা যাচ্ছে, কেনো এই বিড়ম্বনা তার সঠিক সমাধান না করে প্রকল্পটি বাস্তবায়নে তাড়হুড়ো না করার দাবি জানান পলাশবাড়ীর নেসকো বিদ্যুৎ সুবিধাভোগী গ্রাহকগণ। তারা দাবী করেন দরিদ্র শ্রেনীর মানুষের বসবাস এ উপজেলায় প্রিপেইড মিটার চার্জসহ বিভিন্ন চার্জের অর্থ দেওয়ার মতো সামর্থ্য নেই। তাই এ অঞ্চলে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। এদিকে নেসকোর প্রিপেইড মিটার স্থাপনে নেসকো কোম্পানির তৎপরতায় ফুসে উঠেছে স্থানীয় সচেতন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
প্রিপেইড মিটার স্থাপনের বিষয়ে নেসকো পলাশবাড়ীর আবাসিক প্রকৌশলী হারুন অর রশিদ জানান, সারাদেশে লাগানো হয়েছে আগামী মাস হতে পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন করা হবে। এটা স্থাপন করলে বিদ্যুৎ চুরি এবং অপচয় কমবে। এছাড়াও সহজ ভাবে বিল প্রদানে সুবিধা ভোগ করবে গ্রাহকগণ।