শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত শুভ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার-এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ লাজু, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন প্রমুখ। সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপনের লক্ষ্যে উত্থাপিত প্রস্তাবের আলোকে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।