বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ বৈদ্যুতিক প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের দাবীতে পলাশবাড়ীতে নেসকো কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক পলাশবাড়ী এলাকার বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ি ও কলকারখানা ছাড়াও অন্যান্য স্থাপনায় প্রিপেইড মিটার স্থাপন তৎপরতা বন্ধে এ কর্মসূচি পালন করা হয়। নেসকো’র আওতায় বিপুলসংখ্যক গ্রাহক কর্মসূচীতে অংশ নেয়। নেসকো’র গ্রাহকদের আয়োজনে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহযোগিতায় গত বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে নেসকো অফিস ঘেরাও কর্মসূচী পালন করা হয়। পলাশবাড়ীর সচেতন নাগরিক সমাজের আহবায়ক মিজানুর রহমান নিক্সন, সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক মুশফিকুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক শামীম রেজা, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, সেচ পাম্প মালিক বাবলু মিয়া, সালেক মিয়া, সাফি মিয়া এসময় বক্তব্য রাখেন।