মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

পলাশবাড়ীতে নিলাম ছাড়াই গাছ কর্তন সরকার রাজস্ব থেকে বঞ্চিত

পলাশবাড়ীতে নিলাম ছাড়াই গাছ কর্তন সরকার রাজস্ব থেকে বঞ্চিত

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে প্রায় ১০০টি ইউক্লিপটার্স গাছ কর্তন সরকার রাজস্ব থেকে বঞ্চিত। পলাশবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের জগরজানি গ্রামের হামিদ ড্রাইভারের বাড়ী হতে বাবর আলীর বাড়ী পর্যন্ত রাস্তা দুইধারে এলাকার একটি সমিতির আওতায় আনুমানিক ২০ বছর পূর্বে ইউক্লিপটার্স গাছ রোপন করা হয়। রোপনকৃত গাছগুলি বর্তমানে বড় এবং মূল্যবান। উক্ত গাছগুলি সমিতির সদস্যরাই নিলাম বা টেন্ডার ছাড়াই রাতের আধারে কেটে বিক্রি করে আসছে। বর্তমানে উক্ত রাস্তার ৯৫টি ইউক্লিপটার্স গাছ কর্তন করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লক্ষ হবে এলাকাবাসী জানান।
এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার রাত ১১টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুধু গাছ কর্তনকারী শ্রমিকদের দেখতে পান। তবে গাছ ব্যবসায়ীর ঘটনার বেগতিক দেখিয়ে গা ঢাকা দেয়।
নিলাম ছাড়াও গাছ কর্তনের ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার সাথে কথা বললে তিনি জানান, গাছগুলির বনবিভাগের অধীনে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।
তবে জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এএইচএম শরিফুল ইসলাম মন্ডল জানান, যেহেতু রাস্তাটি পৌরসভার আওতায় সে কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পৌরসভার। আমি ইউএনও সাহেবের নির্দেশ অনুযায়ী ঘটনাস্থলে গিয়েছিলাম। গাছ কর্তন হয়েছে তার বাস্তবতা পেয়েছি। তবে বিষয়টি আমার এখতিয়ারের বাহিরে।
এলাকাবাসীর প্রশ্ন সরকারি রাস্তার গাছ নিলাম ছাড়াই কর্তন করা হয়েছে। তাতে সরকার রাজস্ব হারাচ্ছে। কে নিবে এর দায়ভার।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com