মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়ী উপজেলার শান্তা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ২০ দিন অতিবাহীত হলেও সন্ধান পায়নি স্বজনরা। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
গতকাল রোববার ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিখোঁজ শান্তা আক্তার উপজেলার হোসেনপুর ইউনিয়নের খাসবাড়ী গ্রামের সাহেব মিয়ার মেয়ে ও স্থানীয় কদমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্বজনরা জানায়, গত ২১ অক্টোবর সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় স্কুলে যায় শান্তা আক্তার। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করা হয়। এ অবস্থায় তার সন্ধান না পাওয়া পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনার ২০ দিন অতিবাহিত হলেও স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
শান্তা আক্তারের বাবা সাহেব মিয়া বলেন, অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাইনি। সে বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না।
এ বিষয়ে পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান জানান, নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।