সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযান

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযান

পলাশবাড়ী প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলায় দেশীয় মাছ রক্ষায় অভিযান করেছে প্রশাসন। গতকাল উপজেলার বরিশাল ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। অভিযানিক দলটি জানায়, আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বৃষ্টির পানিতে ডিম দিয়ে থাকে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। এই মা মাছগুলো বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি দিয়ে আহরণ করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে উপজেলা মৎস্য অফিসের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয় বিভিন্ন উপায়ে ব্রিজ- কালভার্টগুলোতে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগও ওঠে এলাকার কৃষকদের।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এখন দেশীয় মাছের প্রজননের সময়। কিন্তু এক শ্রেণির মানুষ বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে এই মা মাছগুলো আহরণ করছে। আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি। মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার জানান, অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা মাছগুলো ধরা হচ্ছে। পাশাপাশি পানি আটকিয়ে কোথাও কোথাও প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে। আমরা এমন অভিযোগ পেয়ে আজ কয়েকটি জায়গায় গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেছি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com