মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর ঢোলভাঙ্গায় সয়াবিনের দাম অতিরিক্ত নেয়ায় দুই মুদি দোকানির ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
পলাশবাড়ী পৌরশহর ছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি লিটার সয়াবিনের প্রকৃত মূল্যের অতিরিক্ত নেয়া হচ্ছে।
গোপন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার অভিযান পরিচালনা করেন। এসময় ঢোলভাঙ্গা বাজারের দু’টি পৃথক মুদি দোকানে বোতলজাত ১ লিটার সয়াবিনের সর্ব্বোচ্চ খুচরা মূল্য ১৬৭ টাকার স্থলে ১৭৫ টাকা এবং ২ লিটার ৩৩৪ টাকার স্থলে ৩৫০ টাকায় বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ির ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।