মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

পলাশবাড়ীতে দুই নদীর মাঝখানে অর্ধশত পরিবার ভাঙ্গন আতঙ্কে

পলাশবাড়ীতে দুই নদীর মাঝখানে অর্ধশত পরিবার ভাঙ্গন আতঙ্কে

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীতে দু’টি নদীর ভাঙ্গনে শতাধিক পরিবার ভাঙ্গনের আতঙ্কে রয়েছে। প্রতিরোধ চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন দাখিল।
প্রকাশ, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের মুংলিশপুর গ্রামে কুমার, নাপিত, বৈরাগী ও মাঝি চার জাতীয় মানুষের বসবাস নিয়ে গড়ে উঠা এই মুংলিশপুর গ্রাম। যাহা কিশোরগাড়ী ইউনিয়নের শেষ প্রান্তে। গ্রামটির দু’ধারই নদী। পূর্ব আখিরা নদী এবং পশ্চিমে করতোয়া নদী। দু’টি নদীর ভাঙ্গনে ফাঁদে পড়েছে একটি গ্রাম। যেখানে দুই শতাধিক পরিবার নিয়ে বসবাস। কালের পরিবর্তনে প্রায় অর্ধশত পরিবার নদীর ভাঙ্গনের ফলে ভিটামাটি ছাড়িয়ে অন্যত্র চলে গেছেন। বর্তমানে ওই গ্রামে কুমার, নাপিত, বৈরাগী ও মাঝি চার জাতীয় দুই শতাধিক পরিবার ভাঙ্গন আতঙ্কে রয়েছে। তার মধ্যে ৪০টি পরিবার দুই নদীর মাঝখানে রয়েছে। যে ভাবে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। তাতে আগামী ৩ থেকে ৪ বৎসরের মধ্যে দুই নদী একত্র হয়ে যেতে পারে বলে এলাকাবাসী জানান। তাতে ভিটামাটি হারাবে শতাধিক পরিবার। তাই ভাঙ্গনের হাত থেকে বাঁচতে অত্র এলাকার ইউপি সদস্য আলমগীর হোসেন এলাকাবাসীর সহযোগিতায় জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন দাখিল করেছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com