মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অধিগ্রহন করা জমি ও স্থাপনার ক্ষতিপুরন না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌর শহরে ৪ লেন প্রকল্পের প্রায় দুই কিলোমিটার অংশে এভাবে আড়াআড়ি বাশঁ দিয়ে আটকে রেখে কাজ বন্ধ করে দিয়েছে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা। এতে বিপাকে পড়েছে উত্তরের কয়েকটি জেলার মানুষ।
প্রায় ৩ মাস থেকে নির্মানকাজ বন্ধ করে দেয়ায় ও চলমান বর্ষায় রাস্তায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। প্রতিদিন ঝুকি নিয়ে এভাবে হেলেদুলে চলাচল করছে এ পথে যাওয়া আসা করা ছোট বড় কয়েক হাজার পরিবহন। সৃষ্টি হচ্ছে কয়েক কিলোমিটার ব্যাপী দীর্ঘ যানজটের। রাস্তায় কাদা ও পানি জমায় বিপাকে পড়েছে পথচারীসহ স্থানীয়রা। গর্তে পড়ে যাওয়াসহ প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারনে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় পলাশবাড়ি পৌর শহরের নুনিয়াগাড়ি মৌজার দু-পাশের জায়গা অধিগ্রহন করা হয়। স্থাপনা ও অধিগ্রহনের টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দিয়ে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ তাদের বাড়িঘড় ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়। কিন্তু প্রায় ১ বছর পেড়িয়ে গেলেও তাদের ক্ষতিপুরন পরিশোধ না করায় তারা মানবেতর জীবন যাপন করছেন। বিভিন্ন দফতরে ধর্ণা দিয়েও টাকা না পাওয়ায় বাধ্য হয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছেন।
সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে ক্ষতিপুরনের টাকা জেলা প্রশাসনকে পরিশোধ করা হলেও ওই মৌজার চুড়ান্ত বিআরএস খতিয়ান প্রকাশ নিয়ে সৃষ্ট জটিলতায় তাদের নামে ক্ষতিপুরনের অর্থ পরিশোধ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। দ্রুত যাবতীয় প্রক্রিয়া সম্পুর্ন করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, সড়ক ও জনপদ বিভাগের এ কর্মকর্তা পলাশবাড়ি থেকে ধাপেরহাট পর্যন্ত ৭ নং প্রকল্পের পলাশবাড়ি পৌর শহরের নুনিয়াগাড়ি মৌজার সড়কের দু-পাশের প্রায় ১৫শ পরিবারের বাড়ি ঘড় ও ব্যাবসা প্রতিষ্ঠান অধিগ্রহন করা হয়। যার অধিগ্রহন মূল্য প্রায় ২শ ৫০ কোটি টাকা।