শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পলাশবাড়ী প্রতিনিধিঃ গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ (উপশী জাত) ফলনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ২’শ জন প্রান্তিক পাট চাষির মধ্যে জন প্রতি ১ কেজি বীজ, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
এসব কৃষি উপকরণ বিতরণ কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. ফাতেমা কাওসার মিশু, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা সাহা টুসি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১০৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ সমূহ বিতরণের পাশাপাশি চাষের পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com