বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার পল্লীতে স্থাপিত পরিবেশ দূষনকারী কাঠকয়লা তৈরির অবৈধ কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
গতকাল উপজেলা প্রশাসন ও গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পরিবেশ দূষণকারী কাঠকয়লা তৈরির বিশালায়তনের কারখানা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে স্থানীয়দের মতামতকে উপেক্ষা করে অবৈধ পন্থায় পরিবেশ বিপন্নকারী কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানাটি গড়ে উঠে। সুষ্ঠু পরিবেশ রক্ষায় কারখানাটি বন্ধে স্থানীয় সচেতন মহলসহ সর্বস্তরের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন-ভিন্ন শিরোনামে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসানের নির্দেশে উপজেলা প্রশাসন এবং গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় কারখানাটিতে নির্মিত ধোঁয়া নির্গমনের চুল্লিসহ আনুষাঙ্গিক স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার পরিদর্শক শের আলম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিমের অভিযান কালে স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন।