শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

পলাশবাড়ীতে ইউএনও নাজমুলের যোগদান

পলাশবাড়ীতে ইউএনও নাজমুলের যোগদান

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল আলম (পিএএ) যোগদান করেছেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ২০১৬ সালে ৩৫ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন।
চাকরি জীবনে তিনি প্রথমতঃ ২০১৭ সালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর তিনি ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগ্রামে সহকারি কমিশনার এবং পরবর্তীতে ২০২০ সালে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সহকারি কমিশনারের (ভূমি) দায়িত্ব পালনের পাশাপাশি রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তরে কর্মরত ছিলেন।
২০২১ সালে তাঁকে ভূমি মন্ত্রণালয়ের আইসিটি শাখায় ডিজিটালাইজেশন কার্যক্রমে সহযোগিতা প্রদানের নিমিত্তে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত করে ঢাকা বিভাগে বদলী করা হয়। সর্বশেষ নীলফামারী জেলার ডোমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদরের গুলশান পাড়ার মোঃ সিরাজুল আলমের একমাত্র ছেলে। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক। গত সেমাবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com