বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

পলাশবাড়িতে মাস্ক না পরায় জরিমানা

পলাশবাড়িতে মাস্ক না পরায় জরিমানা

স্টাফ রিপোর্টারঃ পলাশবাড়িতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও মাকস পরিধান নিশ্চিত করতে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যহত রয়েছে।
গতকাল পলাশবাড়ী পৌর শহরের চৌরাস্তা মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) পলাশবাড়ী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ এর নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় মাস্ক না পড়ে বেচাকেনা ও ঘোরাফেরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটে রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারায় ৮ জন ও সরকারি কাজে বাধা প্রদানের দায়ে ১ জনসহ মোট ৯ জনের কাছ থেকে পৃথক ৯টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মানার জন্যে সতর্ক করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com