বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধি :পলাশবাড়ীতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে দুর্নীতি ও মুক্তিযোদ্ধা অফিসের সম্পদ আত্মসাতের অভিযুক্ত রহমানকে আহ্বায়ক করে কমিটি দেওয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সম্পদ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ অভিযোগের সাথে কমপ্লেক্সের নতুন কমিটিতে অভিযুক্ত আব্দুর রহমানকে আহ্বায়ক করে অবৈধভাবে কমিটি গঠন ও অনুমোদন করায় এর প্রতিবাদে গত মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা অবৈধভাবে গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আনছার আলী। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কনক চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
লিখিত বক্তব্যে আনছার আলী অভিযোগ করেন, সাবেক কমান্ডার আব্দুর রহমান মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দায়িত্ব পালনকালে সীমাহীন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের ৪০টি প্লাস্টিকের চেয়ার, একটি পারটেক্সের বড় টেবিল, একটি কাঠের টেবিল, একটি স্টিলের আলমারিসহ বেশ কিছু সরকারি মালামাল নিজ বাড়িতে নিয়ে আত্মসাৎ করেন।